জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে মরমী কবি সাধক রাধারমণ দত্তের ১০২ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে স্থানীয় কেশবপুর বাজার এলাকায় রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও রাধারমণ পরিষদের যুগ্ম-সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি আতম সালেহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদীন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মো. মঈন উদ্দিন, জগন্নাথপুর পৌসভার প্যানেল মেয়র শফিকুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও রাধারমণ পরিষদের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান প্রমুখ।
দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধারমণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জিলু মিয়া। এতে সংগীত পরিবেশন করেন কণ্ঠ শিল্পী বাবলী সরকার, লায়লা আক্তার, হারুন মিয়া, চ্যানেল আই সেরাকণ্ঠ বুশরা আক্তার ঝুমু, ফয়সল গণি শাহ সহ স্থানীয় শিল্পী বৃন্দ।
এ সময় জগন্নাথপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, রাধারমণ পরিষদ নেতা রমজান আলী, আছকির মিয়া, শিশু মিয়া, মনির হোসেন মুন্না, তৈয়ব আলী, মখলিছ মিয়া, মিজানুর রহমান, রিপন মিয়া, তেরা মিয়া, তোতা মিয়া, টুনু মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে-রাধারমণের অনুষ্ঠানকে ঘিরে উৎসব জমে উঠেছে জগন্নাথপুরে। উৎসবে শতশত দোকনপাট বসেছে। এতে কয়েক হাজার জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে কেশবপুর বাজার এলাকা।
এছাড়া শিল্পীদের গাওয়া রাধারমণের জনপ্রিয় “কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায়” সহ নানা গানে মুখরিত হয়ে উঠে উৎসব অঙ্গন সহ আশপাশ এলাকা।