শিল্পকলা একাডেমিতে নবান্ন উৎসব উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

49

নবান্ন উৎসব ১৪২৪ উদ্যাপন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ১৫ নভেম্বর বুধবার বিকাল ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা চারটি বিভাগে অনুষ্ঠিত হবে : ‘ক’ বিভাগ কেজি থেকে ৩য় শ্রেণীÑ বিষয় : ইচ্ছেমতো, মাধ্যম : ইচ্ছেমতো; ‘খ’ বিভাগÑ ৪র্থ থেকে ৭ম শ্রেণীÑ বিষয় : নবান্ন উৎসব, মাধ্যম : প্যাস্টেল; ‘গ’ বিভাগ ৮ম থেকে দশম শ্রেণীÑ বিষয় : নবান্ন উৎসব, মাধ্যম : জলরং; ‘ঘ’ বিভাগ একাদশ থেকে অন্যান্য সকল Ñ বিষয় : নবান্ন উৎসব, মাধ্যম : পেন্সিল স্কেচ। আগ্রহী প্রতিযোগীরা আগামী ১৪ নভেম্বর দুপুর ২টার মধ্যে শিল্পকলা একাডেমিতে নাম নিবন্ধন করতে পারবে। প্রত্যেক প্রতিযোগীকে ১৬ ইঞ্চি দ্ধ ১১ ইঞ্চি মাপের কার্ট্রিজ পেপারে ছবি আঁকতে হবে। প্রতিযোগীরা নিজ নিজ অঙ্কন সামগ্রী সঙ্গে নিয়ে আসবে, কর্তৃপক্ষ শুধু কাগজ সরবরাহ করবে। প্রতিযোগিতায় প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে একই দিন বিকাল ৫:১৫টায় আনুষ্ঠানিকভাবে সনদপত্র এবং পুরস্কার প্রদান করা হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে একটি করে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। আয়োজিত প্রতিযোগিতায় সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আরিফুর রহমান। বিজ্ঞপ্তি