হ্যানিম্যান হোমিওপ্যাথিক সোসাইটির প্রোগ্রামে বক্তারা ॥ ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই

60

হ্যানিম্যান হোমিওপ্যাথিক সোসাইটি ও ডায়াবেটিকস ফুড এন্ড বার্ণকেয়ার সেন্টার সিলেটের উদ্যোগে গতকাল শুক্রবার বেলা ২টায় নগরীর একটি হোটেলে ডায়াবেটিকস এওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়। হ্যানিম্যান হোমিওপ্যাথিক সোসাইটির সভাপতি ডা. মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে, সহ সাধারণ সম্পাদক ডা. সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. কামাল খানের যৌথ পরিচালনায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সোসাইটির উপদেষ্টা ও জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল্লাহ ফারুকী চৌধুরী, সোসাইটির সিনিয়র সহ সভাপতি ও হোমিও কলেজের প্রভাষক ডা. আবুল হাসান চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. এম এ মুজাহিদ খান, প্রভাষক ডা. নাজমুল ইসলাম, ডা. মালা রাণী দে, ডা. মুজিবুর রহমান, রাগীব-রাবেয়া হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল জলিল, জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল গভর্ণিং বডির সভাপতি রোটারিয়ান মইন উদ্দিন চৌধুরী।
আলোচনায় বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। নিজেকে সচেতন করে তোলার পাশাপাশি সমাজের অন্যান্য ব্যক্তিদেরও সচেতন করে তুলতে হবে। সঠিক পন্থায় খাওয়া-দাওয়া, বিশ্রাম ও নিয়মিত হাটার অভ্যাস গড়ে তুলতে হবে। ডায়াবেটিস সৃষ্টির প্রধান কারণ অলসতা। এই অলসতাকে পরিহার করাই রোগীর প্রথম এবং প্রধান কাজ। তাই সব সময় ভেজালমুক্ত খাবার গ্রহণ ও নিয়মিত শরীরচর্চা করার জন্য বক্তারা গুরুত্বারোপ করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডায়াবেটিকস ফুড এন্ড বার্ণকেয়ার সেন্টার সিলেটের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ডায়াবেটিকস চিকিৎসক ডা. মনজুর আহমেদ সজিব।
বক্তব্য রাখেন সোসাইটির সহ সাধারণ সম্পাদক ডা. এম আর জাহিদ, প্রচার সম্পাদক ডা. শামীম আহমদ, মহিলা সম্পাদিকা ডা. শাহিদা আক্তার, ডা. আসমা বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ডা. অঞ্জন কুমার পাল, ডা. শিহাব উদ্দিন, ডা. নজরুল ইসলাম, ডা. কামরুল ইসলাম, ডা. বিউটি আক্তার, ডা. আব্দুল মুহিত প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হোমিওপ্যাথিক ছাত্র সংগঠন সভাপতি ফেরদৌস আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদ সভাপতি ডা. মুহা. এমদাদুল হক। বিজ্ঞপ্তি