বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার মাসিক কার্যনির্বাহী পরিষদের বৈঠক গতকাল কেন্দ্রীয় সদস্য সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলমের পরিচালনায় লালদিঘীর পারস্থ মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুাষের নাবিশ^াস জন্মেছে। দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করার দাবী জানিয়ে তিনি বলেন, সিলেট মহানগরীর ভাঙ্গা চুড়া বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামত করে জনগণের চলাফেরা করার ব্যবস্থা করতে হবে। মাওলানা সিরাজী আগামী ২৫ নভেম্বর ঢাকার গুলশানস্থ বশির মিলনায়তনে সংগঠনের ৬ষ্ঠ সাধারণ পরিষদের অধিবেশন সফল করে তোলার আহবান জানিয়ে বলেন, সংগঠনের দাওয়াতী কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌছে দিতে হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং আলোচনা অংশগ্রহণ করেন মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, অধ্যক্ষ মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মনজুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আমীন আহমদ রাজু, হাফিজ কয়েছ আহমদ, বায়তুলমাল সম্পাদক মোঃ আব্দুল গাফফার, সহ-বায়তুল মাল সম্পাদক হাফিজ ফয়জুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুশফিকুর রহমান মামুন, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এখলাছুর রহমান, মাওলানা কমর উদ্দিন, মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আব্দুল মালিক প্রমুখ। বিজ্ঞপ্তি