বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দেশপ্রেমিক জনতার শেষ আশ্রয়স্থল। প্রতিষ্ঠালগ্ন থেকে জাতির যে-কোনো সংকটে বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রিয় বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিবাহিত করেছে। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে দেশে একদলীয় বাকশালি স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। জাতির ক্রান্তিলগ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে দলে দলে মানুষ বিএনপির পতাকা তলে সমবেত হচ্ছেন। বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেনো গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির আদর্শিক সংগ্রাম অব্যাহত থাকবে।
বিএনপি কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অভিযান-২০১৭ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৬নং ওয়ার্ড এর উদ্যোগ স্থানীয় কমিনিউটি সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, উপদেষ্টা মন্ডলীর সদস্য আনোয়ার হোসন আনা মিয়া, সৈয়দ আহাদুর নূর তপন, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, শহীদুল হোসেন মামুন। সাজন আহমদ সাজু’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে হাজী ফারুক আহমদ।
ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাজী আলতা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মখন মিয়া, এনামুল হক সুহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান জনি, বুরহান উদ্দিন, দপ্তর সম্পাদক রণি পাল, প্রচার সম্পাদক আব্দুল কাদির, সহ-প্রচার আব্দুল জলিল অপু, যুব সম্পাদক শাহ সিরাজ আলী, স্বেচ্ছাসেবক সম্পাদক সাহেদ আহমদ, মহিলা সম্পাদক মিলি বেগম, সমাজ সেবা আনহার হোসেন, বন পরিবেশ আব্দুস সাত্তার, আপ্যায়ন আবুল কালাম সুজা, সদস্য বদরুল ইসলাম চৌধুরী, হামিদুল হক বেলু, কাপ্তান মিয়া, দুলাল মিয়া, চুনু মিয়া, তুহিন নাজ, সাহেদ আহমদ টিপু, শাহিনুল হক শাহিন, দিপক চন্দ্র নাথ, গোলাম মোস্তফা, তন্ময় নাথ তনু, খোরশেদ আলম, আবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি