স্টাফ রিপোর্টার :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রোদ্রোজ্জ্বল সুনীল আকাশ। আর দর্শকে ‘হাউজফুল’ হওয়ার পর স্টেডিয়ামের সৌন্দর্যে যেন লেগেছে নতুন তিলক! স্টেডিয়ামের উত্তর দিকে তিন তলা গ্র্যান্ড স্ট্যান্ড, ভিআইপিদের বসার স্থান। পশ্চিম দিকের উত্তরপাশে গ্রিন গ্যালারি আর দক্ষিণপাশে সাধারণ গ্যালারি। স্টেডিয়ামের পূর্বদিকে দ্বিতল ক্লাব হাউজ আর নিচে সাধারণ গ্যালারি; দক্ষিণ দিকে আছে সুবৃহৎ মিডিয়া সেন্টার। মধ্যখানে সবুজ গালিচায় ব্যাট-বলের লড়াই। আর মাঠের চারপাশে রঙিন উৎসব। স্টেডিয়ামের চোখধাঁধানো সৌন্দর্য দর্শকদের রঙিন উপস্থিতি ভিন্নমাত্রা এনে দিয়েছে।
প্রায় ১৬ হাজার দর্শক স্টেডিয়ামে বসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ম্যাচ উপভোগ করছেন। তাদের গগনবিদারী উল¬াস বিপিএলের রঙকে আরো উজ্জ্বল যেন করছে। প্রথমবারের মতো বিপিএলে সিলেটের মাঠে। সে কারণেই কিনা ক্রীড়াপ্রেমীদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস। সিলেটের বাতাসে গত কয়দিন ধরে বিপিএলের যে সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল, তারই যেন এক অপূর্ব পরিণতি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।