কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মালার পলাতক আসামী এবং মদ, গাঁজা, বিক্রেতা, জুয়াড়ীসহ ১২ জনকে গ্রেফতার করেছে। গত বুধবার ও বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯ টার দিকে টাকার বিনিময়ে কানাইঘাট মুশাহীদ (রঃ) সেতু সংলগ্ন একটি টিনসেডের ঘরে এন্ড্রয়েড মোবাইল সেটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে জান্ডু-মান্ডু খেলার সময় পুলিশ ও মাদ্রাসার শিক্ষার্থীরা জুয়াড়ীদের ধাওয়া দেন। পালিয়ে যাওয়ার সময় ৩ জুয়াড়ীকে আটক করা হয়। আটককৃত পৌরসভার নন্দিরাই গ্রামের মুহাম্মদ আলী, দুর্লভপুর গ্রামের আসাদুজ্জামান মজনু ও লিটন মিয়াকে মামলা দায়েরের মাধ্যমে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পুলিশ। অপরদিকে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে সাড়ে ২৫ লিটার চোলাই বাংলা মদসহ রাজাগঞ্জ ইউপির খোয়াজপুর গ্রামের মৃত রাম চরন দাসের পুত্র মাদক ব্যবসায়ী মুকুল রবি দাস (৫৫) একই গ্রামের ও দুলাল রবি দাসের পুত্র লিটন রবি দাস (২২) কে গ্রেফতার ও একই ইউপির তালবাড়ী মাদ্রাসা বাজার থেকে ২৫০ গ্রাম গাঁজা সহ আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক গাঁজা বিক্রেতা এবং উক্ত বাজার থেকে সংঘবদ্ধ অবস্থায় টাকার বিনিময় জুয়া খেলার সময় নগদ ৪৮০ টাকা সহ তালবাড়ী এলাকার আব্দুল খালিকের পুত্র সাদিক আহমদ, মানিক মিয়ার পুত্র বিলাল, মৃত ওয়াজিদ আলীর পুত্র চেরাগ আলী এবং নিয়মিত মামলার পলাতক আসামী বড়চতুল ইউপির রায়পুর গ্রামের ইয়াছিন আলীর পুত্র আব্দুর রহীম, ১নং লক্ষ্মীপ্রসাদ ইউপির সাউদ গ্রামের শফিকুল হকের পুত্র আলম ও সোনার খেড় গ্রামের মৃত: মতছিন আলীর পুত্র কবিরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে এবং জুয়াড়ীদের জুয়া আইনে থানায় মামলা দায়েরের মাধ্যমে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নির্দেশে এসব অভিযানের নেতৃত্ব দেন, এস.আই স্বপন চন্দ্র সরকার, আবু কাওছার, এ.এস.আই সুলেমান, খোরশেদ আলম, শামসুল আরেফিন, চন্দন কুমার, সুফিয়ান মিয়া। এছাড়া গতকাল শুক্রবার বিকেল ৪টায় কানাইঘাট পূর্ব বাজার যাত্রি ছাউনির পাশ থেকে এক অভিযান চালিয়ে থানার এস.আই রাজীব মন্ডল ৩’শ গ্রাম গাঁজা সহ বায়মপুর গ্রামের মৃত শফিকুল হকের পুত্র ফয়েজ আহমদ (৪০) কে গ্রেফতার করেন।