আল ইসলাহ ইউকে’র অর্থায়নে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ

75

আনজুমানে আল ইসলাহ ইউকে’র অর্থায়নে সোমবার (৩০ অক্টোবর) কক্সবাজার কুতুপালং-১ রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র ব্যবস্থাপনায় ও সংগঠনের সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর নেতৃত্বে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মিলিত প্রতিনিধি দল ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এ সময় রোহিঙ্গাদের মধ্যে খাদ্য, আবাসন সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ধারাবাহিক ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ কর্মসূচিতে আজকের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিয নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ কাওছার আহমদ, অফিস সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, কুমিল্লা জেলা সভাপতি রবিউল ইসলাম, হুযায়ফা আহমদ চৌধুরীসহ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি