সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনীঘাটস্থ ভাসমান রেস্তোরাঁ সুরমা রিভার ক্রুজে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কাছে একটি স্মারক লিপি পেশ করা হয়েছে।স্মারক লিপিতে পেশকৃত দাবীগুলো হচ্ছে- সিলেট বিভাগের জলপথ ও নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে সিলেট জেলার সুরমা নদী, কুশিয়ারা নদী, সারী নদী, পিয়াইন নদী, চেঙ্গেরখাল নদী ও শাখা নদী, খাল ও ছড়া সমূহ, মৌলভীবাজার জেলার মনু নদী, জুড়ী নদী ও এগুলোর শাখা নদী খাল ও ছড়া সমূহ, হবিগঞ্জ জেলার খোয়াই নদী, সুতাং নদী, কালনী নদী ও এগুলোর শাখা নদী খাল ও ছড়া সমূহ, সুনামগঞ্জ জেলার কালনী নদী, পৈন্দা নদী, জাদুকাটা নদী ও এগুলোর শাখা নদী খাল ও ছড়া সমূহ খনন ও ড্রেজিংয়ের মাধ্যমে পানির নাব্যতা বৃদ্ধি করে যাত্রীবাহী ও মালবাহী সকল জলযান চলাচল ও যতায়াতের যথাযথ ব্যবস্থা গ্রহণ, সিলেট জেলার কুশিয়ারা নদীর তীরে ফেঞ্চুগঞ্জে এবং চেঙ্গের খাল নদীর তীরে সালুটিকর, মৌলভীবাজার জেলার শেরপুর নামক স্থানে এবং সুনামগঞ্জ জেলার ছাতক সুরমা নদীর তীরে চারটি নৌ-টার্মিনাল ও নৌ-কন্টেইনার টার্মিনাল নির্মাণের ব্যবস্থা গ্রহণ, সিলেটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন কর্পোরেশন এর অফিস স্থাপন, সিলেট বিভাগে জলপথে চলাচল ও যাতায়াতকারী যাত্রী ও মালবাহী জলযানের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সিলেটে বাংলাদেশ নৌ-পুলিশ ও কোষ্ট গার্ড এর অফিস স্থাপন ও কার্যক্রম বৃদ্ধির ব্যবস্থা, বাংলাদেশের জলপথের উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের স্বার্থে সিলেট জেলার জকিগঞ্জ থেকে ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ পর্যন্ত, সুনামগঞ্জ হতে কিশোরগঞ্জ-নেত্রকোণা-ময়মনসিংহ জেলার বিভন্ন স্থানে চলাচল যাতায়াতকারী জলপথের খনন ও উন্নয়নয়ের মাধ্যমে জলপথের নাব্যতা বৃদ্ধি ও প্রয়োজনীয় লঞ্চ ঘাট নির্মাণ করে যাত্রীবাহী ও মালবাহী জলযান চলাচল ও যাতায়াতের ব্যবস্থা গ্রহণ এবং সিলেট বিভাগের সকল নদীর তীর রক্ষা ও ভাঙ্গন রোধকল্পে নদীর তীর সংরক্ষণ ও প্রয়োজনীয় বাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণ।
স্মারক লিপি পেশকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সিলেট মহানগর সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, গণদাবীর প্রবীণ নেতা দেওয়ান মসুদ রাজা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আওয়ামীলীগ নেতা জাবেদ সিরাজ, শিক্ষক আব্দুল মালিক, সুরমা রিভার ক্রুজ এর স্বত্ত্বাধিকারী শান্ত, যুব নেতা কয়েছ আহমদ সাগর, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি