কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুলিশের আলোচনা সভা ও র‌্যালি

31

স্টাফ রিপোর্টার :
পুলিশই জনতা, জনতাই পুলিশ ও জঙ্গি, মাদক প্রতিকারে-জনতা, পুলিশ এক কাতারে এসব শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মহানগর পুলিশের শাহপরান, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় নগরীর সৈয়দ হামিত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয় পুনরায় বিদ্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে বেলুন উড়িয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন।
আলোচনা সভায় মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিকের সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এম এ ওয়াহাবের পরিচালনায় প্রধান অতিথি মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন বলেন, আগেকার পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। বর্তমানে পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। জনগণের সহযোগিতায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি দমনে সফলতা অর্জন করতে পেরেছে। আজকের পুলিশ বাংলাদেশের হৃদয় জয় করে নিয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় কর্তাব্যক্তিরা যে কাজ করতেন এখন কমিউনিটি পুলিশ ধারাবাহিকভাবে সে কাজ করে যাচ্ছে। কমিউনিটি পুলিশ পাড়া-মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে ছোটখাট ঝামেলা বা মতবিরোধ মীমাংসা করে দিচ্ছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ, সিলেট সরকারী কলেজের সহযোগী অধ্যাপক নাসিমা হক খান, শাহপরান থানার ওসি আক্তার হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এলাইছ মিয়া, সিলেট প্রেসক্লাবে সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, কমিউনিটি পুলিশিং কমিটির শাহপরান থানার সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির মোগলাবাজার থানার সভাপতি মকবুল হোসেন মাখন মিয়া, কমিউনিটি পুলিশিং কমিটির দক্ষিণ সুরমা থানার সভাপতি সাইফুল আলম প্রমুখ।
এদিকে, গতকাল শনিবার দুপুরে সিলেটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করছে সিলেট রেলওয়ে থানা পুলিশ। সিলেট রেলওয়ে থানা এলাকা থেকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রেলওয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট রেলওয়ে থানা চত্ত্বর এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গির হোসেন। সভায় উপস্থিত ছিলেন রেলওয়ে স্টেশন মাস্টার ও কমিউনিটি পুলিশের সভাপতি কাজী শহীদুর রহমান। সভায় পুলিশ ও জনতা মিলে সম্মিলিতভাবে রেলওয়ে এলাকার অপরাধ ও সন্ত্রাস দমনের আহবান জানানো হয়। এছাড়া বিভিন্ন জেলায় এ কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করে।