শাহজালাল (রহ.) ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জের দলইরগাঁও দারুল হাদীস মাদ্রাসার ছাত্র বশির আহমদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে তিনি আরো বলেন, নিরপরাধ মাদ্রাসার ছাত্র বশিরকে কুখ্যাত, চিহ্নিত সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে যে বর্বরতা দেখিয়েছে এদেশের ছাত্র সমাজ, আলেম ওলামা ও জনগণ ধিক্কার জানানোর ভাষা খোঁজে পাচ্ছে না। তাই প্রশাসনকে অবিলম্বে খুনীদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের মাধ্যমে আগামী দিনে এ ধরনের হত্যাকান্ড থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে হবে। তিনি প্রশাসনের প্রতি ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, যদি খুনীদের গ্রেফতার করা না হয়, তাহলে আলেম ওলামা ও দেশবাসীকে সাথে নিয়ে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। এছাড়াও সকল হত্যাকান্ডের বিচার দাবী করেন। শাহজালাল (রহ.) ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গতকাল ২৭ অক্টোবর বাদ আসর শুক্রবার কোর্ট পয়েন্টে এক বিশাল মানববন্ধনে ফাউন্ডেশনের চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেন।
ফাউন্ডেশনের মহাসচিব হাফিজ মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে নিহত বশিরের পিতা সামছুদ্দিন আহমদ বাকরুদ্ধ অবস্থায় কান্নাজড়িত কন্ঠে তার সন্তানের বিচার চাওয়া ছাড়া আর কিছুই বলতে পারেননি। এ সময় উপস্থিত জনতা তার কান্নায় মানষিকভাবে ভেঙ্গে পড়েন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দলইরগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সিকন্দর আলী কাসেমী, ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা আরিফুল হক ইদ্রিস, হাফিজ মাওলানা রেজাউল হক, হাফিজ মাওলানা আবু তাহির মিছবাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, মাওলানা আনোয়ারুল হক, হাফিজ আক্তার হোসাইন, দলইরগাঁও মাদ্রাসার শিক্ষক মাওলানা কাওছার আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম আশরাফ, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ, মাওলানা আবুল হোসেন জিরান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শাহ আলম, ময়নুল ইসলাম, জামেয়া মারকাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসান আলী, মাওলানা আব্দুল করিম, মাওলানা রুহুল আমীন, মাওলানা ইমাদ উদ্দিন, জিন্নুরাইন মাদ্রাসার শিক্ষক মো: ওমর ফারুক, জামেয়া নুরুল হেরা মাদ্রাসার শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা আতিকুর রহমান, ছাত্রনেতা হাফিজ জাহাঙ্গীর আলম, সাদিক আহমদ, মামুন আহমদ, আলম হোসেন, দ্বীন ইসলাম, মারুফ আহমদ, রায়হান ইসলাম কবির, মোঃ নবি নুর ইসলাম, মো: লিমন আহমদ, মো: আলী নূর প্রমুখ।