স্পোর্টস ডেস্ক :
বুধবার কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে ইংলিশ স্ট্রাইকার ব্রিউস্টার বলতে গেলে একাই শেষ করে দিলেন ব্রাজিলকে। তার হ্যাট্রিকে ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ইংল্যান্ড। টুর্ণামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক তাঁর। ৬ ম্যাচে তার এখন ৭ গোল। যুব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনিই।
ব্রাজিলের দুঃস্বপ্নের নাম হয়ে থাকলেন রিয়ান ব্রিউস্টার। খেলা শুরুর প্রথম দশ মিনিটেই সেলেকাওদের কফিন বন্দি করেন এই তরুণ তুর্কি। ব্রিউস্টারের প্রথম গোল খেলা শুরুর ১০ মিনিটেই। এগিয়ে যায় ইংল্যান্ড।
২১ মিনিটের লড়াইয়ে ফিরে খেলার সমতা আনেন ব্রাজিল নায়ক ওয়েসলে। তবে ফের বেসামাল সেলেকাওরা। ফের রিয়ান ব্রিউস্টার ৩৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করলেন। আর কফিনে শেষ পেরেক পোঁতা হল খেলার একেবারে শেষ মুহূর্তে। ৭৭ মিনিটে ব্রিটিশ বিস্ময় বালকের পায়েই ধূলিসাৎ ব্রাজিলের বিশ্বজয়ের স্বপ্ন।
খেলার ফলাফল: ব্রাজিল -১ ইংল্যান্ড – ৩
বল পজিশন: ব্রাজিল -৫৮% ইংল্যান্ড – ৪২ %
ম্যাচের নায়ক: রিয়ান ব্রিউস্টার (ইংল্যান্ড)