রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ৩৮তম অভিষেক অনুষ্ঠানে সিকৃবি উপাচার্য ॥ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারীর কার্যক্রম প্রশংসনীয়

55

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহী আলম বলেছেন, সমাজের অসহায় Rotary Pic 24.9.17সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারীর প্রতিটি কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। রোটারীর মানুষের মধ্যে যে বন্ধুত্ব সৃষ্টি করে তা সমাজজীবনে অত্রন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুত্বের মাধ্যমে একে অপরের সাথে মমত্ববোধ ও ভ্রাতৃত্ববোধের সুসম্পর্ক গড়ে উঠে। রোটারীর এই সকল গুণাবলী প্রতিটি ক্ষেত্রে কাজে লাগিয়ে সমাজজীবনে পরিবর্তন আনা সম্ভব।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ৩৮তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশে লাগাতার বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের পাশে থেকে রোটারিয়ানদের আরো ব্যাপকহারে সাহায্যের হাত প্রসারিত করা প্রয়োজন। বর্তমানে রোহিঙ্গারা যে সমস্যায় রয়েছেন তাদের এই সমস্যা থেকে উত্তোরণে সবাইকে এগিয়ে আসা উচিত। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ৩৮তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
গত শনিবার রাতে নগরীর ধোপাদীঘিরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক সাব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর (২০১৯-২০) লে. কর্ণেল (অব.) প্রিন্সিপাল রোটারিয়ান এম আতাউর রহমান পীর পিএইচএফ এমসি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান আইপিডিজি শহিদ আহমদ চৌধুরী, লে. গভর্ণর এডভোকেট এমএ মালেক, ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, এসিস্টেন গভর্ণর পিপি নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি ড. বেলাল উদ্দিন আহমদ, রোটারিয়ান পিপি আবু আজমল খান পাঠান, রোটারিয়ান আইপিপি ড. এম শহিদুল ইসলাম এডভোকেট পিএইচএফ। স্বাগত বক্তব্য রাখেন অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান আব্দুল মুকিত।
রোটারী ২০১৬-১৭ বর্ষের কার্যক্রম পাঠ করেন রোটারিয়ান নেহাল মোহাম্মদ হাসনাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের জয়েন্ট ট্রেজারার রোটারিয়ান মো. তাজুল ইসলাম হাসান। জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব দেন রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পিপি জিয়াউল হক পিএইচএফ। সেক্রেটারি অ্যালাউন্সমেন্ট করেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ সামসুদ্দিন পিএইচএফ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মো সিদ্দিকুর রহমান পিএইচএফ। লটারি কুপন ড্র পর্ব পরিচালনা করেন রোটারিয়ান পিপি সৈয়দ সুজাত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মুহাম্মদ মুহিবুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি আফছর উদ্দিন পিএইচএফ এমডি, রোটারিয়ান পিপি মো. আবুল বসর পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. তৈয়বুর রহমান আরএফএসএম,  রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এমএ রহিম, ভাইস প্রেসিডেন্ট-১ রোটারিয়ান মো. রুহুল আলম আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান আফসার উদ্দিন আহমদ পিএইচএফ, ট্রেজারার রোটারিয়ান বিকাশ কান্তি দাশ, রোটারিয়ান মোহাম্মদ আলী হোসাইন, রোটারিয়ান স্বরাজ বন্ধু দাশ রোটারিয়ান মো. আলমঙ্গীর। বিজ্ঞপ্তি