স্ট্রোকের রোগীদের ক্যাথল্যাবে ব্রেইনের এনজিওগ্রামের (উঝঅ) মাধ্যমে চিকিৎসা করার আধুনিক পদ্ধতি শুরু হলো এখন মাউন্ট এডোরা হসপিটাল সিলেটে। গত ১৮ মার্চ ২০২২ ইং তারিখে একটি বৈজ্ঞানিক সেমিনার আয়োজনের মাধ্যমে সিলেটে ইন্টারভেনশন নিউরোলজির সার্ভিসগুলো দ্রুত শুরু করার বিষয়ে আলোচনা করা হয়। এরই প্রেক্ষিতে ২৬ মার্চ ২০২২ইং মহান স্বাধীনতা দিবসে দুজন রোগীর এনজিওগ্রাম (উঝঅ) করার মাধ্যমে মাউন্ট এডোরা হসপিটালের ক্যাথল্যাবে ইন্টারভেনশন নিউরোলজির যাত্রা শুরু হয়।
ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ শিরাজী শাফিকুল ইসলাম ও ডাঃ দেওয়ান মোহাম্মদ ইলিয়াস সিলেটে মাউন্ট এডোরা হসপিটালের ক্যাথল্যাব কর্তৃপক্ষের সহযোগীতায় এন্ডোভাসকুলার নিউরো ইন্টারভেনশন চিকিৎসা পদ্ধতিটি চালু করার জন্য সর্বাত্বক চেস্টা করে যাচ্ছেন। এ বিষয়ে ডাঃ শিরাজী শাফিকুল ইসলাম বলেন- এখন থেকে ঢাকার বাহিরে সিলেটেও স্ট্রোকের রোগীরা নিউরো ইন্টারভেনশন চিকিৎসার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি