শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাজাপুরে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় সিএনজি চালকসহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর সংঘর্ষে সিএনজিকে বাঁচাতে রাস্তার মধ্যখানে উল্টে পড়ে রয়েছে ট্রাক। এতে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে আটকে রয়েছে শতাধিক যানবাহন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশা এবং মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ট্রাকটি রাজাপুরপুর নামক স্থানে আসলে ট্রাকের চাকা নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালক মৌলভীবাজার সিএনজি চালক সমিতির যুগ্ম সম্পাদক সালামত মিয়া গুরুত্বর আহত হন এবং এক শিশু ও মহিলা যাত্রী কিছুটা আঘাত প্রাপ্ত হন। পরে ফায়ার সার্র্ভিসের কর্মীরা তাদের মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যায়।
এদিকে রাস্তার মধ্যখানে ট্রাকটি উল্টে পড়ে থাকার কারণে দীর্ঘ্য সময় ধরে বিভিন্ন যানবাহন আটাকা পড়ে এতে করে যানবাহনের লম্বা লাইন দেখা যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে রাস্তা থেকে সড়ানোর চেষ্টা করছে।