আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

28

‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস Rely pic copyউপলক্ষে শুক্রবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন বেসকারি সংস্থার সহায়তায় নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এবিএম ফেরদৌস, গ্রামীন জনকল্যাণ সংসদের সভাপতি জামিল চৌধুরী, ফায়ার সার্ভিস ভলান্টিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম।
এছাড়াও র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক তনয় বিশ্বাস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরোদ চন্দ্র দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি