সিকৃবিতে পিএইচডি ও মাস্টার্স ডিগ্রি সম্পন্নের সেমিনার

76

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে সোমবার বিকেল ৪টায় পিএইচডি ও মাস্টার্স ডিগ্রি সম্পন্নের সেমিনার অনুষ্ঠিত হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তরিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম। এছাড়াও অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে পিএইচডি ও মাস্টার্স ডিগ্রি গবেষণার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত প্রবন্ধ উপস্থাপন করেন ড. এম এম মাহবুব আলম ও মোঃ আবুল কাশেম। বাংলাদেশের প্রধান চিংড়ির প্রজাতির জাত রহস্য, উৎপত্তি ও জাতি গঠন এই বিষয়বস্তু নিয়ে ইউনাইটেড ন্যাশন ইউনিভার্সিটির ফিশারিজ ট্রেনিং প্রোগ্রাম ও ইউনিভার্সিটি অব আইসল্যান্ডের অর্থায়নে পিএইচডি সম্পন্ন করেন ড. এম এম মাহবুব আলম।  এবং পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন এন্ড নিউট্রিশনাল ভ্যালুস ইন এ্য বায়োফ্লক সিস্টেম এই বিষয়ে  ডধমবহরহমবহ   টহরাবৎংরঃু থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন মোঃ আবুল কাশেম।  সেমিনারে তাদের গবেষণার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি সেবা সহজীকরণ এবং ই-কৃষি এর মাধ্যমে ভ্যালিডেটেড নলেজ বেইজড কৃষি সেবাকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য কৃষি সম্প্রসারণ বাতায়ন চালু হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চারদিন ব্যাপী কর্মশালা। সোমবার কৃষি অনুষদের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বাতায়ন প্রোগ্রাম এসোসিয়েট খন্দকার শাহনূর সাব্বির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোঃ আজম উদ্দিন। কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফুয়াদ মন্ডলের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও কৃষি অনুষদের শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি