দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই মাসুদ আহম্মদের সহযোগিতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের আনোয়ার হোসেন ও মাসুক আলীকে ৫৮ বস্তা চালসহ আটক করা হয়। এর মধ্যে আফসরনগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা এবং পাশের শ্রীপুর বাজারের আনোয়ার হোসেনের দোকান থেকে ১৪ বস্তা চাল জব্দ করা হয়।
আটকি তরা হলেন নতুন কৃষ্ণনগর গ্রামের আরজ আলীর ছেলে মাসুক আলী (৪৬) (সরকারী ডিলার) এবং নতুন কৃষ্ণনগর (মোড়ল পাড়া) গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আনোয়ার হোসেন আনু (৩০)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, আটকের ঘটনায় আজ বৃহস্পতিবার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. সেলিম হায়দার।