কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা আ’লীগের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধরার লক্ষ্যে এবং বিগত ন্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় নেতাদের স্বপদে পুনর্বহাল করার জন্য জেলা আ’লীগের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন কানাইঘাট আ’লীগ নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ স্থানীয় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ দলের বেহাল সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে বলেন দীর্ঘদিন ধরে দলের কোন কর্মসূচী পালিত না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। অপরদিকে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড, সাংগঠনিক দুর্বলতার কারনে সাধারণ মানুষের কাছে তুলে ধরাও সম্ভব হচ্ছে না। মতবিনিময় সভায় আ’লীগ নেতৃবৃন্দ বলেন, পূর্বে ৮ বছর সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে কানাইঘাট আ’লীগের কমিটি ছিল। সেই দু’জনের কমিটি ৪ বছর পূর্বে ভেঙ্গে দিয়ে উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও অদ্যবধি পর্যন্ত সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। দলের প্রাথমিক সদস্য পর্যন্ত নবায়ন করা হচ্ছে না। ব্যক্তি স্বার্থে কানাইঘাট আ’লীগকে ঐক্যবদ্ধ না করে দলের নাম ভাঙ্গিয়ে সুবিধাভোগী হাইব্রিড নেতা এবং কিছু সুবিধা ভোগী নেতারা গোটা উপজেলা নিয়ন্ত্রণ করে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন করে যাচ্ছে। এদের হাত থেকে কানাইঘাট আ’লীগকে রক্ষা করতে হবে। জামায়াত শিবির ও রাজাকারদের আ’লীগে অনুপ্রবেশ ঠেকাতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাউকে কানাইঘাটে আ’লীগে স্থান দেওয়া হবে না। এমতাবস্থায় উপজেলা আ’লীগের অবস্থান সুদৃঢ় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধলার জন্য দলীয় ভাবে সভা সমাবেশ করার জন্য দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন বলে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় আ’লীগ নেতৃবৃন্দ দাবী করেন। সিলেট-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে দলীয় নেতাকর্মীরা তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবেন বলে নেতৃবৃন্দ জানান।