ইসলামী আন্দোলনের কর্মীদের সমাজে নিজেকে উদাহরণ হিসেবে পেশ করতে হবে – ফখরুল ইসলাম

42

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী নায়েব আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, এদেশে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সহ শত শত নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। শুধুমাত্র কুরআনের রাজ কায়েম করতে গিয়েই তাদের এই সর্বোচ্চ ত্যাগ স্বীকার। তারা কোন রক্ত চক্ষুকে ভয় করেন নি। বিশ্ব ইসলামী আন্দোলনের ইতিহাসে তারা উদাহরণ হয়ে থাকবেন। এই শহীদেরা আমাদের সম্পদ। তাদের দেখানো পথে আমাদেরকে কাজ করতে হবে। এবং এ পথ ধরেই বাংলার সবুজ জমিনে একদিন ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ।
তিনি বলেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে কুরআন-হাদীসের শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিকতার গুনে গুনান্বিত হতে হবে। কথা ও কাজের সমন্বয় ঘটিয়ে সমাজে নিজেকে উদাহরণ হিসেবে পেশ করতে হবে।
তিনি বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখার কর্মী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা নায়েব আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মো. সাইদুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক মো. গোলাম আযম, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল মালিক, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা মামুনুর রশীদ। বিজ্ঞপ্তি