বিদ্যুতের প্রস্তাবিত মূল্য বৃদ্ধি প্রত্যাহার, লোডশেডিং বন্ধ, ভৌতিক বিল নিয়ে দুর্নীতি বন্ধের দাবিতে বুধবার বেলা সাড়ে ১১ টার সময় গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে সিলেট সিটি পয়েন্টের সামনে এক গণজমায়েত শেষে মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রেজারী শেখ জাহিদ হাসান প্রিন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দুপুর ১২ টায় স্মারকলিপি পেশ করা হয়। কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, পরিষদের নেতা আব্দুল মান্নান পুতুল, আব্দুল ওয়াহিদ, সৈয়দ আকরাম আল সাহান, মামুনুর রশিদ এডভোকেট, কয়েছ আহমদ সাগর, মুক্তাদির কিবরিয়া সিরাজী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ইকরাম আহমদ, ইমাম হোসেন, মল্লিক আহমদ মল্লিক, যুব নেতা এহসানুল করিম মিশু, সৈয়দ নিয়াজ আহমদ, সহকারী আইনজীবি নেতা ময়নুল হক স্বাধীন, এনামুল হক মুরাদ, মোহাম্মদ খান, সিদ্দিক আহমদ, মাওলানা সিরাজুল সুরকি প্রমুখ।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছেন। এই মূল্য বৃদ্ধি প্রস্তাবে সাধারণ ও স্বল্প আয়ের গ্রাহকগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এমনিতে চাউল সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গরীব জনগণের জীবনযাপন নাবিশ^াস ও দুর্বিষহ হয়ে উঠেছে। এই দাম বাড়ানোর প্রক্রিয়া অযৌক্তিক ও গণবিরোধী। আপনার সরকার জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সচেষ্ট, বলিষ্ঠ ও ইর্ষণীয় সাফল্য দেখিয়েছেন। যার মধ্যে মঙ্গা অন্যতম। সচেতন দেশবাসী লক্ষ্য করছেন আপনার সরকারের মধ্যে ঘাপটিমারা একটি দুর্নীতিবাজচক্র, গ্যাস, বিদ্যুৎ, রেল, কৃষি সহ সেবা খাতগুলোতে দুর্নীতি ও অনিয়ম করে দেশে এক মহা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন কিনা তা এখন খতিয়ে দেখা প্রয়োজন। এই দুর্বৃত্ত চক্রের কারণে আপনার ও আপনার সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়–ক দেশপ্রেমিক জনগণ তা কামনা করে না। জ¦ালানী বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় সরকারীভাবে উত্তোলন, পরিকল্পনা মাফিক ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারলে ১০ হাজার কোটি টাকার বেশী উৎপাদন খরচ কমিয়ে আনা সম্ভব। অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্ত মন্ত্রী-এমপি, এক শ্রেণীর আমলা, রাজনীতিক ও ব্যবসায়ীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজস্ব ভান্ডার শক্তিশালী করে সেবা খাতে ভর্তুকি দিতে পারলে আপনার সরকারের উন্নয়ন পরিকল্পনা ভিশন ৪১ অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি