ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের মতো ফাযিল ১ম বর্ষ ২০১৫-২০১৬ সেশনের পরীক্ষায় ফলাফলে শতভাগ পাস করেছে সিলেটের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর দারুল হাুিদস কামিল মাদরাসা। ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস ৩টি, এ ২১টি, এ মাইনাস ১৭টি সহ সকলে উত্তীর্ণ হয়েছে।
শতভাগ সফলতা সম্পর্কে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান বলেন, আমাদের ছাত্রছাত্রীদের এ ফলাফলের জন্য আমি প্রথমেই মহান আল্লাহ তায়লার শুকরিয়া আদায় করছি। এছাড়া সম্মানিত শিক্ষকমন্ডলী, গভর্ণিং বডিরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য। তিনি শিক্ষার্থীদের এমন ফলাফল করতে পারা জন্য প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন ব্যতিক্রমধর্মী পাঠদান পদ্ধতি ও সম্মানিত শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা।
এ সময় তিনি সামনের দিনে প্রতিটি পরীক্ষায় আরো ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি