বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে এপিবিএন’র মামলাকে মিথ্যা দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চক-রামপ্রাসাদ গ্রামের যুবসমাজ। গতকাল সোমবার সকাল ১১টায় বিশ্বনাথ-রামপাশা সড়কের কাদিপুরে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে রবিবার বিকেলে সরেজমিনে তদন্ত করে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে সিলেটের ডিআইজি বরাবরে স্মারকলিপিও দিয়েছেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা যুবলীগের সদস্য চক-রামপ্রাসাদ গ্রামের আব্দুস শহীদকে মিথ্যা মদের মামলায় ফাঁসানো হয়েছে। জরুরী ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বক্তারা।
গ্রামের প্রবীণ মুরব্বি কছির আলীর সভাপতিত্বে ও তরুণ সংগঠক আকরাম আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আলাউদ্দিন, সংগঠক শাহীন মিয়া, আব্দুল হামিদ, তাজির আলী, ইশ্রাব আলী, আলমগীর হোসেন, যুবলীগ নেতা মুছা মিয়া, জুয়েল আহমদ, শাহীম আহমদ, ওযারিছ আলী, সাইদ আলী, ফরিদ আলী, আনোয়ার হোসেন, বাবুল মিয়া, হেলাল আহমদ, রায়হান আহমদ, দেলোয়ার হোসেন।