শরতের তিথি

21

মাহতাব উদ্দিন

শরতের তিথি নিয়ে
কবিগণ লেখে যায়,
খ্যাতি-যশ সাহিত্যে
পাবে ঢের সে আশায়।

বিচিত্র উৎসবে
ধরিত্রী বেশ সাজে,
পাড়াগাঁয়ে কলরব
শারদীয় সুর বাজে।

ক্ষণেক্ষণে আসমানে
সাদাসাদা মেঘ ভাসে,
রোজ প্রাতে পল্লবে
শিশিরের জল হাসে।

রাত-দিন ডালেডালে
গুঞ্জন পাখিদের,
খোলা মাঠে শোনা যায়
কল্লোল শিশুদের।