বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে ৩মাস আগে এপিবিএন’র মদ উদ্ধার ও বিশ্বনাথ থানায় দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করেছেন চক রামপ্রসাদ গ্রামবাসী। ঘটনাটি সরেজমিনে তদন্তসহ সাজানো এ মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। রবিবার বিকেলে ডিআইজি কামরুল ইসলাম’র নিকট দেয়া এ স্মারকলিপির অনুলিপি দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও বিশ্বনাথ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে।
গ্রামের প্রায় ৪৬জন গ্রামবাসী স্বাক্ষরিত এ স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বড় অঙ্কের টাকার বিনিময়ে লালাবাজারের ‘৭-এপিবিএন’র এসআই খন্দকার ছাইদ আহমদ চক রামপ্রসাদ গ্রামের মৃত ওয়াব আলীর ছেলে ও বিশ্বনাথ উপজেলা যুবলীগের সদস্য আব্দুশ শহীদকে মাদক মামলায় ফাঁসিয়েছেন।