বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ ও হাজার হাজার মুসল্লীদের সরব উপস্থিতির মধ্য দিয়ে ঐতিহাসিক সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে মিয়ানমারে সরকার ও বৌদ্ধ সন্ত্রাসীদের নৃশংস গণহত্যায় শাহাদাতবরণ কারীদের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা দলে দলে মুসল্লীগণ আলিয়া মাদরাসা ময়দানে সমবেত হতে শুরু করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে গায়েবানা জানাযা সম্পন্ন হয়। সিলেট মহানগর জামায়াত আয়োজিত গায়েবানা জানাযায় ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত গায়েবানা জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ।
উপস্থিত ছিলেন- সিলেট জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী ও ড. নুরুল ইসলাম বাবুল, শাহজালাল বিশ্ববিদ্যালয় সভাপতি ইউসুফ হাসান আকন্দ প্রমুখ। এছাড়া জানাজায় সিলেট মহানগরীর সকল সাংগঠনিক থানা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, কোন অপরাধ নয়, শুধু মুসলমান হওয়ার অপরাধেই মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর ইতিহাসের বর্বর ও নিকৃষ্টতম গণহত্যা চালানো হচ্ছে। নিরীহ রোহিঙ্গা মুসলমানদের জীবিত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। জীবন্ত মানুষকে বিভৎস ভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে। জীবিত রোহিঙ্গাদের শরীর থেকে মস্তক কেটে ফেলা বিভিন্ন অঙ্গ কেটে ফেলে উল্লাস কোন মানুষের দ্বারা সম্ভব নয়। মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসী ও সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে দেশত্যাগে বাধ্য করেছে। হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নর-নারী ও নিষ্পাপ শিশুদেরকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে আন্তজার্তিক বিশ্বকে মিয়ানমার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের অপকর্ম অব্যাহত রেখেছে। বাংলাদেশ সরকার মিয়ানমারের বিরুদ্ধে কোন জোরালো পদক্ষেপ গ্রহণ না করায় জাতি বিস্মিত হয়েছে। মিয়ানমারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা থাকলেও সরকার তাদের সাথে চাল সহ বিভিন্ন দ্রব্য আমদানীর চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। যা রোহিঙ্গা নিধনে মিয়ানমার সরকারকে আরো উৎসাহিত করবে। বাংলাদেশ তথা মুসলিম বিশ্বকে রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। বিজ্ঞপ্তি