স্টাফ রিপোর্টার :
মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল দ্রব্য বিক্রির অপরাধে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা হতে দুপুর দেড় পর্যন্ত যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার ২ ঘন্টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সোমেন মজুমদার এবং মোঃ আমিরুল ইসলাম মাসুদ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি প্রতিষ্ঠানকে মেয়াদ উর্ত্তীন ও ভেজাল দ্রব্য বিরোধী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মূলে (ক) মা বাবার দোয়ার স্টোরকে ২ হাজার টাকা, মুতালেব স্টোরকে ৩ হাজার টাকা, হালেম ড্রাগ হাউজকে ২ হাজার টাকা ও তারেক স্টোরকে ৩ হাজার টাকাসহ সর্বমোট১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার সিনি: এএসপি ওবাইন জানিয়েছেন।