কানাইঘাট থেকে সংবাদদাতা :
বাজারের চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার খোলা বাজারে ন্যায্য মূল্যে সারাদেশে চাল বিক্রির উদ্যোগ নেওয়ায় এর অংশ হিসাবে কানাইঘাট উপজেলা সদরে ৩ জন ওএমএস ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের সার্বিক ভাবে তদারকি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল আলম সিদ্দিকী। সাইফুল আলম সিদ্দিকী জানিয়েছেন, চালের দাম বেড়ে যাওয়ায় সরকার দরিদ্র জনগোষ্ঠী যাতে করে কম দামে সহনিয় পর্যায়ে চাল কিনতে পারেন এজন্য উপজেলা পর্যায়ে ওএমএস ডিলারের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। একজন ক্রেতা সপ্তাহে ৬দিন ৩০টাকা কেজি ধরে উন্নত মানের জনপ্রতি ৫ কেজি চাল কিনতে পারবেন। কানাইঘাট পূর্ব বাজারের ওএমএস ডিলার আবুল কালাম আজাদ, উপজেলা সেন্টারে হাজী আব্দুল হেকিম ও কানাইঘাট দক্ষিণ বাজারের আলী আকবরের দোকান থেকে ন্যায্য মূল্যের চাল কেনা যাবে। কোন ডিলার যাতে করে খোলা বাজারে চাল বিক্রি করতে না পারে এজন্য কঠোর মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল আলম সিদ্দিকী জানিয়েছেন।