হবিগঞ্জে জাল পাসপোর্ট তৈরীর অভিযোগে যুবক আটক

24

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ শহরতলীর ২নং পুল এলাকার ফাহিম ডিজিটাল স্টুডিও থেকে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হবিগঞ্জ সিআইডির এসআই জুয়েল ওই স্টুডিও থেকে এক যুবককে বিভিন্ন অভিযোগে আটক করে। এ সময় ওই স্টুডিওর মালিক পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, ওই স্টুডিও থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এর মাঝে একটি কম্পিউটার ও প্রিন্টার্স রয়েছে। এ ছাড়া ওই যুবকের কাছ থেকে ৭টি পাসপোর্ট জব্দ করা হয়। এ ব্যাপারে সিআইডির সহকারি পুলিশ সুপার বসুদত্ত চাকমা জানান, দালালির অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। প্রকাশ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি ট্র্রাভেলসে বিভিন্ন জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হচ্ছে। ডিবি পুলিশ অভিযান চালিয়ে মালিকসহ কয়েকজনকে আটক করে কারাগারে প্রেরণ করলেও আইনের ফাকে বেরিয়ে এসে পুনরায় তারা একই ব্যবসায় জড়িয়ে পড়ে।