ঈদ উল আযহা সত্য প্রতিষ্ঠার জন্যে ত্যাগী হবার শিক্ষা দেয় – আতাউর রহমান পীর

34

আমাদের জীবনে যা কিছু অর্জন তা সবকিছুই মহান আল্লাহর দান। আল্লাহ সন্তুষ্টির জন্যে প্রিয় বস্তুকে উৎসর্গ করতে কতটা প্রস্তুত, তারই একটি ক্ষুদ্র পরীক্ষা হলো কোরবানি। আমাদের জীবন-সম্পদ আল্লাহর নামে উৎসর্গ করার প্রতিশ্রুতিই গ্রহণ করি কোরবানির মাধ্যমে। ঈদ উল আযহা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং সত্য প্রতিষ্ঠার জন্যে ত্যাগী হবার শিক্ষা দেয়।
সিলেট মোবাইল পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর এ কথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্ল¬াই রোডস্থ মেট্রোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সিলেট মোবাইল পাঠাগার ৬৪৩তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক-লেখক মুহম্মদ বশিরুদ্দিন। আলোচনায় অংশ নেন, গল্পকার সেলিম আউয়াল, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো: সাজ্জাদুর রহমান, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, সাবেক কাউন্সিলর নাজনীন আক্তার কনা, কবি পৃথ্বীশ চক্রবর্তী ও কবি মাহফুজ জোহা।
সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় জয়নাল আবেদিন বেগ’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন ছড়াকার সৈয়দ মুক্তাদা হামিদ, মাজহারুল ইসলাম মেনন, পারুল মজুমদার ও সাজন আহমদ সাজু প্রমুখ। বিজ্ঞপ্তি