র‌্যাবের হাতে ট্রিপল মার্ডার মামলার আসামি গ্রেফতার

34

স্টাফ রিপোর্টার :
নগরীর আখালিয়া থেকে সুনামগঞ্জ জেলার দিরাই থানার হাতিয়া এলাকার আলোচিত ট্রিপল মার্ডারে সাথে অভিযুক্ত Press photo.06.09.17.Spl (2)পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বুধবার সন্ধ্যায় র‌্যাব-৯ এর একটি টিম তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের কাছে র‌্যাব-৯ এর মিডিয়া সেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আসামির নাম- জায়েদ আহমদ লেবাস। সে সুনামগঞ্জের দিরাইয়ের হাতিয়া গ্রামের আব্দুস সাত্তারের পুত।
র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা জানান- র‌্যাব-৯ এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির জালালাবাদ থানার আখালিয়া বর্ডারগার্ড স্কুলের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত জায়েদ আহমদ লেবাসকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৯। গ্রেফতারকৃত জায়েদ সুনামগঞ্জের দিরাই থানার তার নিজ এলাকা হাতিয়ায় ৩ জন ব্যক্তি হত্যার ঘটনার সাথে জড়িত। এ হত্যাকান্ডে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হত্যাকান্ডের মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন আছে। র‌্যাব জানায়- জায়েদ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।