গোটাটিকরে চুরি হওয়া গরু কোম্পানীগঞ্জ থেকে উদ্ধার

27

স্টাফ রিপোর্টার :
নগরীর দক্ষিণ সুরমা গোটাটিকর এলাকায় এক সঙ্গে দুটি বাড়িতে চুরি হওয়া গরু উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১টার দিকে কোম্পানীগঞ্জের ৬নং দক্ষিণ ধনিকাই ইউনিয়নের কাগাইল থেকে এ গরুগুলো ইউপি সদস্য কটাই মিয়াসহ স্থানীয় জনতা উদ্ধার করেন।
দক্ষিণ ধনিকাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য কটাই মিয়া জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কাগাইলে একটি বাড়িতে চুরি করতে আসে এই চোরেরা। এ সময় বাড়ির মালিকের উপস্থিতি টের পেয়ে গরুগুলো রেখে চোরেরা পালিয়ে যায়। বুধবার বেলা ১টার দিকে কাগাইলে আরোও ২টা গরু পাওয়া গেছে বলে জানান তিনি। তিনি বলেন, শুনেছি ৮টি গরু সিটাগোটাটিকর গ্রামের দুটি বাড়ি থেকে চুরি করে আনা হয়েছে। তারা সঠিক প্রমান দিলে আমরা দিয়ে দিবো। এখন আমার জিম্মায় রেখেছি।
উল্লখ্য, মোগলাবাজার থানার সিটাগোটাটিকর গ্রামের এক সঙ্গে দুটি বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। সোমবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে। এই গ্রামের আব্দুল লতিফ ও তার প্রতিবেশি যামিনী সরকারের বাড়ি থেকে মোট ৮টি গরু চুরি হয়। এরমধ্যে আব্দুল লতিফের ২টি গরু ও যামিনী সরকারের ৬টি গরু।