সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জালাল আহমদ গ্রেফতার

24

স্টাফ রিপোর্টার :
সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক, জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদকে (৪৮) 30154গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরীর জিন্দাবাজার থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। গ্রেফতারকৃত জালাল আহমদ জালালাবাদ থানার শিবেরবাজারের রায়েরগাঁও গ্রামের মৃত মুসলিম আলীর পুত্র।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান- জালাল আহমদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় নাশকতা, প্রতারণা, দ্রুত বিচার, বিস্ফোরক মামলাসহ ৯টি গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।