মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ’র ৭০ বছর পূর্তি। কৈতর সিলেট-এর উদ্যোগে ৭০ বছর পূর্তিতে অধ্যক্ষ কবি কালাম আজাদ’কে নিবেদিত কবিতার মাহফিল ও কবি সংবর্ধনায় বক্তারা বলেন, কবি কালাম আজাদ বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবি, পাশাপাশি সিলেটের সাহিত্যকর্মীদের একজন অভিভাবক ও প্রাজ্ঞ শিক্ষাবিদ। তিনি ঐতিহ্য-মানুষের প্রতি ভালোবাসা, প্রেম-দ্রোহ, সমাজের অনাচার-অত্যাচারের প্রতিবাদ, বিবেকের দংশনে আহত সমাজব্যবস্থার চিত্র তাঁর কবিতায় তুলে ধরে বাংলা সাহিত্যের একজন প্রথম সারির কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে তাদেরকে সত্যিকার মানুষ হিসেবে গড়ার প্রাণান্তকর প্রচেষ্টা তিনি আজীবন চালিয়ে যাচ্ছেন।
সিলেট দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলে গত রোববার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৈতর-সিলেট-এর চেয়ারম্যান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক-সংগঠক সেলিম আউয়াল। জাতীয় কবি নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন কবি মামুন সুলতান। সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথির সঞ্চালনায় আয়োজিত কবিতার মাহফিলে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন, কবি কালাম আজাদ ফাউন্ডেশনের সভাপতি কবি মুকুল চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, কবি ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কবি ডা. মুহাম্মদ আব্দুল জলিল, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, প্রবাসী সমাজসেবী-সংগঠক জুলকার নায়েন, এবং কবি কালাম আজাদের সাহিত্যকর্ম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন কবি নাঈমা চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কবি ইসমত হানিফা চৌধুরী, কবি মাসুদা সিদ্দিকা রুহী, কলামিস্ট আব্দুল হক, কবি জুলেহা বুলবুল, ঔপন্যাসিক আলেয়া রহমান, বৃন্দাবন সরকারী কলেজের ইংরেজি বিভাগের লেকচারার নোমান আহমদ, কবি কামাল আহমদ, কবি সৈয়দ মুক্তদা হামিদ, রোটারিয়ান কবি রেবেকা জাহান রোজী, কবি শামসীর হারুনুর রশীদ, প্রভাষক শেখ রুহেল, কবি হাসান মাহমুদ, কবি মাহফুজ জোহা, জাকির সামাদ, মো. আব্দুল বাছিত, আহমেদ আরিফ, কবি মাজহারুল ইসলাম মেনন, কবি ইফতেখার হোসাইন শামীম, এম. আখলাক হোসাইন, কবি শাহানারা বেগম ইমা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহফুজ বিন ইসহাক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, সাহিত্যচর্চায় লেগে থাকার মানসিকতা রাখতে হবে। তবেই সাফল্য আসবেই। আল্লাহর সৃষ্টি কলম, কলমের মাধ্যমে বিশ^জনীন মানবচিন্তা এবং সত্যিকার মানুষ হওয়ার দর্শনকে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানবসভ্যতার বিভিন্ন ধারা-উপধারায় বিভক্ত চিন্তা-চেতনাকে উপলব্ধি করে নিজস্ব ধর্মীয় দর্শনের মাধ্যমে মানুষের কল্যাণ কামনা করে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় থাকতে হবে। বিজ্ঞপ্তি