কানাইঘাটে ওপেন হাউস ডে

67

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেল ৫টায় স্থানীয় মুলাগুল নয়াবাজারে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, শুধুমাত্র পুলিশের মাধ্যমে একটি এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন সম্ভব নয়। এজন্য পুলিশ প্রশাসনকে অপরাধ কর্মকান্ড নির্মূলে এলাকার সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতা করতে হবে। ওপেন হাউস ডে অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আপনারা যেমন তুলে ধরেন, আবার এলাকার আইন শৃঙ্খলার উন্নয়নে উন্মুক্ত ভাবে মতামত ব্যক্ত করেন আপনারা পুলিশকে সার্বিক ভাবে সহযোগিতা করেন। তিনি আরো বলেন, সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপিতে যাতে করে কোন ধরনের চোরাচালান, মাদক, জোয়া ও জঙ্গী তৎপরতা ও অপরাধ মূলক কর্মকান্ড দমনে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পাথর ব্যবসায়ী নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও কানাইঘাট থানার এসআই ১নং ইউপির বিট পুলিশিং কর্মকর্তা রাজীব মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া। অনুষ্ঠানে উন্মুক্ত বক্তব্য রাখেন, হাজী বিলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, কানাইঘাট প্রেসক্লাবের সহ সম্পাদক আব্দুন নুর, ইউপি সদস্য তমিজ উদ্দিন, কয়েস উদ্দিন, আব্বাস উদ্দিন, সাবেক ইউপি সদস্য রফিকুল হক, জাকারিয়া সিদ্দিকী লিটন, আব্বাস উদ্দিন, শাহাব উদ্দিন, মাওঃ সাদ উদ্দিন প্রমুখ।