জগন্নাথপুরে সাঁকো থেকে নদীতে পড়ে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার, এলাকায় শোকের মাতম

39

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সাঁকো থেকে নদীতে পড়ে পানির নিচে তলিয়ে নিখোঁজের ১ দিন পর poto-1 copyহতভাগ্য স্কুলছাত্রী মরিয়ম বেগমের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই মাঝপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে। ঘটনাটি ঘটেছে স্থানীয় আলুখাল নদীতে।
জানা গেছে, গত রবিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় আলুখাল নদীতে থাকা সাঁকো পারাপারের সময় হঠাৎ সাঁকো থেকে নদীতে পড়ে যায় স্কুলছাত্রী মরিয়ম বেগম। এ সময় নদীর গভীর পানির নিচে তলিয়ে সে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় এলাকবাসাীর উদ্যোগে নদীতে বিভিন্ন ধরণের জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাঁর মৃতদেহ পাওয়া যায়নি।
অবশেষে ঘটনার ১ দিন পর সোমবার বিকেল ৩ টার দিকে হতভাগ্য স্কুলছাত্রী মরিয়ম বেগমের লাশ পানিতে ভেসে উঠে। পরে স্থানীয় জনতা লাশটি উদ্ধার করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নদী পারে হাজারো শোকার্ত জনতা ভীড় জমান তাকে এক নজর দেখতে। সেই সাথে স্কুলছাত্রীর পরিবারে চলে শোকের মাতম।
স্থানীয় আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান ও ফার্মেসী ব্যবসায়ী ডা. আাজিজুর রহমানসহ স্থানীয় শোকার্ত জনতা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া গত বছর এ আলুখাল নদীতে নৌকা ডুবিতে আরেক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছিল। বারবার নদীতে স্কুলছাত্রীদের মৃত্যু হওয়ার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই সাথে আবারো নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। যা স্থানীয় ভুক্তভোগী জনতার দীর্ঘদিনের স্বপ্ন। কবে সেই কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন হবে তা কেউ জানে না। নদীতে ব্রিজ হলে হয়তো এ ধরণের মর্মান্তিক ঘটনা আর ঘটতো না। তাই যতো দ্রুত সম্ভব এ নদীতে একটি ব্রিজ নির্মাণ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ভুক্তভোগী জনতা।