গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ১৫জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিল গোলাপগঞ্জ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল বেলা ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিনহাজ উদ্দিন ও মামুনুর করিম ফাহিমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্কটল্যান্ডের গ্লেনরোদেস হাই স্কুলের শিক্ষিকা আফিফা খানম, অনলাইন দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক আনোয়ার শাহজাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিমা দাশ, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) সিরাজুল ইসলাম, সমাজ সেবক ও শিক্ষানুরাগী এম.এ ছায়াদ, ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস, আব্দুল জলিল, নজরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। সেই লক্ষ্য নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী রাসেল আহমদ, আবু সুফিয়ান আহমদ, আমিরুল ইসলাম, শরীফ আহমদ, কামরুল ইসলাম, আলী হোসেন, সুমিত হিল্লোল দে, নাবিল মাসাহিদ, মুজিয়া আক্তার, এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান খান, ফয়সল আহমদ, চমক চক্রবর্ত্তী, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছামিয়া আক্তার আঁখি, তামান্না ফেরদৌসী, ফারহানা আক্তারকে অনুষ্ঠানে পুরষ্কার ও সম্মাননা প্রদান করা হয়।