জগন্নাথ মন্দিরে বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ॥ সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি পূজা পরিষদের

31

জিন্দাবাজারস্থ জগন্নাথ জিউর আখড়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে আবির্ভাব উৎসব উপলক্ষে কীর্তন চলাকালীন DSC_0113সময়ে বোমা হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর শাখা।
শুক্রবার (৪ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
এসময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় বক্তারা বলেন, মন্দিরে কীর্তন চলাকালে গভীর রাতে পরিকল্পিত ভাবে একটি চক্র হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য এই ধরনের জঘন্য কর্মকান্ডে লিপ্ত রয়েছে।  এই চক্র সনাতন ধর্মাবলম্বিদের চলমান ঝুলন যাত্রা ও আসন্ন জন্মাষ্টমী উৎসবকে সামনে রেখে জনমানুষের মনে ভীতি সঞ্চারের পাঁয়তারায় লিপ্ত।
বক্তারা দেশবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিত ভাবে ঐক্য গড়ে তোলার আহবান জানান। সমাবেশ থেকে মন্দিরে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, মহানগর বিএনপির সহ সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা মলয় পুরকায়স্থ, কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা পরিষদ নেতা গোপিকা শ্যাম পুরকায়স্থ, শ্যামল কান্তি ধর, অতিন্দ্র দেব, এডভোকেট রঞ্জন ঘোষ, নীলেন্দু ভূষণ দে, রথী মোদক, সমীর পাল, পার্থপ্রতিম মিত্র, বৌদ্ধ দাস টুটুল, দুলাল সরকার, নিরঞ্জন চন্দ্র চন্দ, নন্দন চন্দ্র পাল, অর্পণ দাস, রথীন্দ্র দাস ভক্ত, বিদ্যা ভূষণ চন্দ, কামদেব সরকার, বিপ্র দাস, স্বপন মোদক, অনুকূল দাস, দ্বিজেন্দ্র লাল শর্মা, হৃদয় ঘোষ, রক্তিম রায় প্রমুখ। বিজ্ঞপ্তি