গোলাপগঞ্জে কম্পিউটার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক সরওয়ার হোসেন বলেছেন, আধুনিক তথ্য ও প্রযুক্তির যুগে কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই। দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে এগিয়ে নিতে হলে আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন শিক্ষা দিতে হবে। তাহলেই তারা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। এর লক্ষ্যে সরকার নতুন প্রজন্মকে যুগোপযোগি শিক্ষা ব্যবস্থায় অগ্রসর করতে নিরলস ভাবে কাজ করছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার আমুড়া ইউপির সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার বিতরণী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক সরওয়ার হোসেন কর্তৃক কম্পিউটার বিতরণী অনুষ্ঠানে ছাত্র ইমরান আহমদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এমএ ওয়াদুদ এমরুলের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাব্বির আহমদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান, জেলা পরিষদের সদস্য স্যায়িদ আহমেদ সুহেদ, আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান বদরুল হক, আছদ্দর আলী জালালী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোপা পাল, জেলা সেচ্ছাসেবকলীগের নাট্য বিষয়ক সম্পাদক এমজেড আলম, সদস্য বাবলু হোসেন, আমুড়া ইউপি সদস্য কামরান আহমদ, সাবেক ইউপি সদস্য জালাল সিদ্দিকী, ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রাজ্জাক, আব্দুল খালিক, আব্দুল হাই, মানিক আহমদ, ছত্তার আহমদ, জবান আহমদ, ছালিক আহমদ, কুরু মিয়া, মইন উদ্দিন, গোলাম মোস্তফা, সাহাব উদ্দিন, আফতার আহমদ, বিদ্যালয়ের সরকারী শিক্ষিকা প্রিয়াংকা দেব, শিক্ষক এমদাদুল করিম, শিক্ষিকা সাজনা বেগম, ছাত্রলীগ নেতা জিয়াউল ইসলাম জাবের, নাজমুল আমিন শাহাদাৎ, রাহিন আহমদ, রুহেল আহমদ, শাহ আমজাদ লাভলু, দেলোয়ার হোসেন শুভ, মাহবুবুর রহমান সাকির, আজিজুল ইসলাম রুহেল, কাওসার আহমদ, জাকির আহমদ, ওলিউর রাহমান, লিটন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি