আয়েশা সিদ্দিকা আতিকা
দেখিনি তোমায় আমি কভু
দেখেছি তোমার সৃষ্টি
যতোই দেখি ভালো লাগে
ফেরাতে পারিনা দৃষ্টি।
ভালো লাগে গাছ-গাছালি
পাখির মিষ্টি কু’জন
যতোই দেখি প্রকৃতির মাঝে
ডুবে থাকে মন।
ভালো লাগে খুব আমার
ঐ আকাশের চাঁদ
চাঁদের ভালোবাসা আমার কাছে
খুব যে নিখাদ।
মনোমুগ্ধকর চারিদিক দেখে
এত্ত ভালো লাগে
মনের মাঝে কত রকম
স্বপ্ন আমার জাগে।
ফুলের সৌরভ ভালো লাগে
ভালো লাগে কলি
ভালো লাগা অনেক বেশি
শেষ হবেনা বলি।
ভালো লাগার আবেশে আমার
ভরে থাকে মন
তোমার নিপুণ সৃষ্টি দেখে
মুগ্ধতায় কাটে ক্ষণ।