জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে ধসে যাওয়া স্থানে মেরামত কাজ শুরু হয়েছে। গত ২ দিন ধরে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে ধসে যাওয়া ভাঙনে গাছের বল্লি দিয়ে মাটির বস্তা ফেলে মেরামত কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, শ্রমিকরা মেরামত কাজ করছেন। এ সময় কাজের তদারকিতে থাকা সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সুপার ভাইজার আবদুর রহিম বলেন, দ্রুত চলছে মেরামত কাজ। আশা করছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
জানা গেছে, হঠাৎ করে সোমবার রাতে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর পৌর এলাকার হাসিমাবাদ গ্রাম এলাকায় প্রায় ১০০ ফুট এরিয়া নিয়ে সড়কের বেশিরভাগ অংশ ধসে যায়। এতে কোন রকমে ছোট ছোট যানবাহন চলাচল করলেও বড় গাড়ি চলাচল বন্ধ থাকে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসায় ঘটনার এক দিনের মাথায় দ্রুত কাজ শুরু হয়।