জেলা শিক্ষক সমিতির উদ্যোগে অসুস্থ শিক্ষক শফিউলকে এক লাখ টাকা প্রদান

36

গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ই্উনিয়নের চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিউল আলম দীর্ঘ ২ বছর থেকে জটিল রোগে ভোগছেন। তাঁর অসুস্থতার  খবর বিভিন্ন্ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ১২০৬৮ সিলেট জেলা শাখার উদ্যোগে  ওসমানীনগর, বিয়ানীবাজার, বালাগঞ্জ, বিশ্বনাথ, আজমিরীগঞ্জ, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাকে বাঁচাতে এগিয়ে আসেন।
এ ব্যাপারে শিক্ষক শফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সমাজের বিত্তবান ও আমার সহকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ। গত বৃস্পতিবার বিকালে বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ নগদ এক লাখ টাকা আমার হাতে তুলে দেন। আমি সকলের সহযোগিতায় চিকিৎসা করে ইনশাআল্লাহ সুস্থ হতে পারব।
এ সময় শিক্ষক শফিউলের বাড়িতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ১২০৬৮ এর কেন্দ্রীয় প্রচার ও সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি অজিত পাল, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মতি গুপ্ত, কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক সঞ্জয় কুমার দাস, কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, মিজানুর রহমান, সৌমেন চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা আব্দুল ওয়াদুদ, সিলেট জেলা শাখার সহ সভাপতি সঞ্জীব দাস, নার্গিস বেগম, আফরোজা সুলতানা, অর্থ সম্পাদক এমরান আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: তাহির উদ্দিন, প্রকাশনা সম্পাদক ফখরুল ইসলাম, সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সহ প্রচার সম্পাদক হুমায়ুন কবির, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি লাল মোহন দাস নান্টু, সহ সভাপতি সুভাস ধর, সাধারণ সম্পাদক রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক অনন্তচন্দ্র দাশ, বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন পাল, সহসাংগঠনিক সম্পাদক মো: নাছির উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মো: আব্দুল্লাহ হক, প্রচার সম্পাদক আলী হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক, আলী আজগর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামিল হোসেন, ফরিদা বেগম, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান, সহসভাপতি অজিত পাল, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওসমানীনগর উপজেলার শাখার দপ্তর সম্পাদক সুজিত দেব, মহিলা বিষয়ক সম্পাদক হেপি রানী দাস, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি