স্টাফ রিপোর্টার :
সিলেট এমসি কলেজে এ বছর ৩৩৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৩৩৪ জন। ৩ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার শতকরা ৯৯.১১%। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন শিক্ষার্থী। গত বছর এমসি কলেজ থেকে ৩৪১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে পাসের হার ছিলো ৯৮.২৪%। সামগ্রিকভাবে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর হার।
এই কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মাজেদুর রহমান বলেন, সকালে বিভিন্ন মারফতে জিপিএ-৫ এর হার কম দেখায় কিছুটা দুশ্চিন্তা হচ্ছিলো। তবে আল্লাহর রহমতে জিপিএ-৫ পেয়েছি। মা-বাবা ও শিক্ষকদের প্রতি চিরকৃতজ্ঞ।
এমসি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক শফিক নেওয়াজের মেয়ে নাজহাত নেওয়াজ বলেন, কাছের অনেক বন্ধু জিপিএ-৫ পায়নি তবে আমার প্রত্যাশায় ছিলো জিপিএ-৫ পাবো, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে।
গতকাল রবিবার দুপুর দুইটার দিকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ হ্যান্ড মাইকে শিক্ষার্থীদের সামনে ফলাফল ঘোষনা করেন। এসময় শিক্ষকরা ফুলের স্টিক ও মিষ্টি খাওয়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের তাৎক্ষনিক সংবর্ধনা দেন।