জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

38

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দিন ব্যাপী জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পোনামাছ অবমুক্ত ও আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও রাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাহবুব আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মৎস্যজীবীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলার আশারকান্দি ইউনিয়ন মৎস্যজীবি সমিতির সভাপতি অরুন সরকার, রাণীগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি মনরঞ্জন সরকার প্রমুখ।