সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থার সমন্বয়ে দেশের নারী শিক্ষা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, প্রশিক্ষণমূলক কর্মকান্ডে আজ দেশ বিশ্বের কাছে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত হতে যাচ্ছে। আমাদের ক্ষুদ্র দেশে তুলনামূলকভাবে অধিক জনসংখ্যা হলেও সরকার ও এনজিও’র প্রচেষ্টায় বিভিন্ন প্রশিক্ষণ এর মাধ্যমে কর্মক্ষেত্রের সৃষ্টি হয়েছে। সরকারের পাশাপশি এনজিও সংস্থাগুলো দেশের মানবাধিকার রক্ষা, নারী শিক্ষা, বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষনে অবদান রাখলে মধ্যম আয়ের দেশে পৌঁছানো সম্ভব হবে। এফএনবির সহযোগিতায় ২০১৮-২২ সালে দীর্ঘ ৫বছর মেয়াদী কর্মপরিষদ প্রনয়ন কে স্বাগত জানিয়ে এনজিও সংস্থাগুলোর সিলেটের আগাম বন্যাসহ বর্তমান বন্যা পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করায় তাদের প্রশংসা করেন।
শনিবার সিলেট সদর উপজেলার খাদিমপাড়াস্থ সিএইচআরভি, বুরো বাংলাদেশ কার্যালয়ে এনজিও ফেডারেশন (এফএনবি) আর আয়োজনে দীর্ঘমেয়াদী কর্মপরিষদ প্রণয়নে “কর্মকৌশল নির্ধারণ কর্মশালা” শীর্ষক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এনজিও ফেডারেশন (এফএনবি) সিলেট এর সভাপতি রোটারিয়ান বেলাল আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা এনজিও ফেডারেশন এর সম্পাদক বিভাষ চন্দ্র তরফদার। কর্মশালার প্রেক্ষাপট বর্ণনা করেন এফএনবির কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ মোসাদ্দেক হোসেন, ফেডারেশনে প্রাসংগিক তথ্য উপস্থাপন করেন এফএনবি এর কর্মসূচি সমন্বয়কারী নিমাই চাঁদ মন্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যুরো বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক ও সিলেট এফএনবি এর কোষাধক্ষ আওলাদ হোসেন। কর্মশালা পরিচালনা করেন সাজেদা ফাউন্ডেশন ঢাকা এর পরিচালক মো ফজলুল হক। বিজ্ঞপ্তি