পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রচুর গাছ লাগাতে হবে – আশফাক আহমদ

34

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ বলেছেন, পরিবেশ বিপর্যয়ের জন্য মানুষ নিজেই দায়ী। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদেরকে প্রচুর গাছ লাগাতে হবে। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষ অনেক রোগ জীবাণু থেকে মুক্তি পাবে। কারণ পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষের কল্যাণের জন্যই গাছপালা সৃষ্টি করেছেন। সেই গাছপালা নষ্ট করে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারা থেকে বিরত থাকতে হবে। সিলেট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উদ্যোগে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প বাস্তবায়নে এবং মাঠ দিবস উপলক্ষে মাল্টা বাগান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার আখালিয়াস্থ মুজিবনগর আবাসিক এলাকায় আলহাজ¦ বিপ্লবী মুজিবুর রহমানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা কৃষি অফিসার কাজী মুজিবুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ ফজলুল হক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট গার্ডেন সিটির সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান তোফায়েল আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর ব্যক্তিগত সহকারী আব্দুল আজিজ, সিলেট সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জেবুন্নেসা আহমদ জুবিলী, রোকসানা বেগম, ফারজানা আক্তার, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মচারী বজলুর রহমান, মো: নাবিলুর রহমান, মো: লাবিবুর রহমান,নাবিলা জাহরা বাহার ও কৃষক শেখ আজিজুর রহমান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ-ই হযরত শাহজালাল সিলেট-এর শায়খুল হাদীস মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী হুজুর।¬ বিজ্ঞপ্তি