আমি তাদের জন্যই বেঁচে থাকি

29

তা-রে-ক-লি-ম-ন

জীবন যুদ্ধে আমি যখন পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
মরণের কাছে আতœসমর্পণের জন্য আমি প্রস্তুত
রাগে ক্ষোভে,লজ্জায় ঘৃণায়
মরণকেই বরণের প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ,

তখনি পরিবার নামের একটি বন্ধন
কিছু প্রাণ, কিছু অপূরণ স্বপ্ন
মৃত্যুর দোয়ার থেকে আমায় ফিরিয়ে আনে
জীবন যুদ্ধে আমি আবারো লড়াকু হয়ে উঠি
তবে নিজের জন্য নয়
আমি তাদের জন্যই বেঁচে থাকি…..।।