গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে বন্যায় আক্রান্ত দুর্গতদের মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে সিলেটের সিভিল সার্জনের সহযোগিতায় গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বন্যায় দুর্গতদের স্বাস্থ্যসেবা নিশিশ্চত করতে জরুরী মেডিকেল টিমের স্বাস্থ্য সেবা দান করা করা হয়। এ সময় প্রায় দেড় শতাধিক রোগীকে জরুরী স্বাস্থ্যসেবা দেয়া হয়। স্বাস্থ্য সেবাকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাউহীদ আহমদ ও সিলেট সিভিন সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ, ডাঃ আমজাদ হেসেন রোগীদের উদ্যেশ্যে পরামর্শমূলক বিভিন্ন উপদেশ দিয়ে বলেন, বন্যাকালীন সময়ে স্বস্থ্য পরিস্থিতি যাতে ওেকান অবনতি না হয় এবং বিশেষ করে পানিবাহিত কোন রোগ ছড়াতে না পারে সে দিকে নজর রেখে বন্যা কবলিত এলাকার সর্বস্তরের জনসাধারনেকে নিরাপদ পানি পান করা এবং বিভিন্ন প্রয়োজনে ব্যবহারে পরামর্শ দেন। প্রয়োজনে স্থানীয় কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংগ্রহ করার অনুরোধ জানান। তাছাড়া কোন রোগী অধিক সংক্রমিত হলে জরুরী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়। গতকাল বুধবার উপজেলার ভাদেশ^র শেখপুর কমিউনিটি ক্লিনিকে এ মেডিকেল টিম স্বাস্থ্য সেবা দান করে। স্বাস্থ্য সেবাকালীন সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শংকর লাল দাশ, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, শেখপুর কমিউনিটি ক্লিনিকের এফপিআই পল্লব কান্ত দাস, সিএইচসিপি শিউলী রাণী দাস, এফডব্লিউএ রাবেয়া বেগম, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।