সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ —চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

50

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার দিনব্যাপী সিলেট প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলী এবং মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আগামী প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে নিসচা কেন্দ্রীয় কমিটির সহযোগীতায় সারা দেশে নিসচার শাখা সমূহের উদ্যোগে প্রতিটি জেলায় প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট এ প্রশিক্ষণরত শিক্ষক/শিক্ষিকাদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। যাতে আগামী প্রজন্ম সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতন হয়। এর মাধ্যমে শিক্ষকরা তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র ছাত্রীদেরকে সড়ক নিরাপত্তার উপর সচেতনতামূলক বক্তব্য তুলে ধরবেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর ও শোক প্রস্তাব উপস্থাপন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব রোটা. সৈয়দ এহছানুল হক কামাল, পিটিআই সিলেটের পরিচালক একে এম ইব্রাহিম, সহকারী পরিচালক জগদীশ চন্দ্র দাস, নিসচা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংবাদিক লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আজহারুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ সভাপতি কবির আহমদ খান, মহানগর শাখার সহ সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, মহানগরের সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জুম্মান আহমদ, সাদেকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক সুহেল চৌধুরী, জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, যুব সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী রেজা, মহানগরের যুব সম্পাদক সামসুজ্জামান তাপাদার মুক্তার, প্রকাশনা সম্পাদক আশিক আহমদ, দপ্তর সম্পাদক মো. দেলওয়ার হোসেন, জেলা ও মহানগর শাখার সদস্য মনির চৌধুরী, ইয়াসিন আরাফাত সুমন, সুহেল আহমদ, হাবিবুল্লাহ, কবির আহমদ দিলু, ্আব্দুল কাইয়ূম, সাকীম আহমদ, এটিএম হামিদ, আব্দুল মোমিন সুমন, একে আজাদ ফাহিম, রাহেল আহমদ, হাফিজ আব্দুল আজিজ রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি