সুনামগঞ্জসহ ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা সহ ১২ দফা দাবি মঙ্গলবার সিলেট শহরে স্বাক্ষর সংগ্রহ করা হয়। সকাল ১১টা থেকে সিলেট জজ কোর্টে স্বাক্ষর সংগ্রহ করে বিকেলে ৪টায় কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহা, মোখলেছুর রহমান, এডভোকেট উজ্জল রায়, রুবেল মিয়া প্রমুখ।
সভায় হাওর অঞ্চলে অকাল বন্যার ফলে ঘটে যাওয়া দুর্যোগকে মোকাবেলা করার লক্ষ্যে সুনামগঞ্জসহ ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা, সরকারি কৃষি ঋণ মওকুফ করা এবং এন.জি.ও. ঋণ, মহাজনী ঋণ উত্তোলন ২ বছরের জন্য স্থগিত ও সকল সুদ মওকুফ করা, বিনা সুদে, বিনা শর্তে কৃষি ঋণ দেয়া ও শস্য বীমা চালু করা, বিনামূল্যে কৃষি উপকরণ দেয়া, জলমহালের ইজারা প্রথা বাতিল করা ও সকল জেলে, কৃষকদের অবাধে মাছ ধরার অধিকার দেয়া, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রকাশ ও সারা বছর রেশনিং চালু কর, ত্রাণ নিয়ে দুর্নীতি বন্ধ কর, গবাদি পশুর খাদ্য সরবরাহ করা, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের যে কোন স্তরে ভর্তি ফি, পরীক্ষা ফি, মাসিক বেতন মওকুফ করা, সারাবছর বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ করা, ক্ষতিগ্রস্ত এলাকায় ওয়ার্ডভিত্তিক সরকারি চিকিৎসা কেন্দ্র চালু কর ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা, দ্রুত নদী খননের ব্যবস্থা ও সংকুচিত নৌপথ সম্প্রসারণ করা, প্রকৃতি নির্ভরতা কাটানোর লক্ষ্যে হাওর গবেষণা ইনস্টিটিউট চালু করা, দায়ী পনি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, ঠিকাদারদের গ্রেফতার করা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও নেতৃবৃন্দ হাওরের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ণ করার দাবী জানান। বিজ্ঞপ্তি